নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। ফলে মৃত্যু ২৯ হাজার ৪২৬ জনেই আছে। এসময়ে দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ জনের। এখন পর্যন্ত দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৮৮২ জনের।
সোমবার (৭ই নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২০১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮২ হাজার ৭৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৩২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১১টি। এখন পর্যন্ত এক কোটি ৫০ লাখ ২৭ হাজার ৬২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৭৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৫ শতাংশ।
rocky/sat