পটিয়ায় সন্ত্রাসীদের গুলিতে কৃষক নিহত

প্রকাশিত: ০৬-১০-২০২২ ২১:১০

আপডেট: ০৬-১০-২০২২ ২১:১০

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আনু মিঞা নামে এক কৃষক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ই অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের আত্তারকাটা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক উপজেলার খরনা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত কালা মিঞার পুত্র।  

স্থানীয়রা জানান, কৃষক আনু মিঞা প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে কাজ করতে পাহাড়ে যান। পাহাড়ের আত্তারকাটা স্পটে পৌঁছলে মুখোশ পরিহিত সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। নিহতের ছেলে মো. জাশেম খাবার নিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় তার বাবাকে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আনু মিঞাকে মৃত ঘোষণা করেন। 

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে কৃষক আনু মিঞা নিহত হয়েছেন। সন্ত্রাসীদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে ।

 

MBK/shimul