নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়কে মূল লক্ষ্য ধরে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করছে বিএনপি।
সোমবার, গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধি দলের সাথে সংলাপ শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে শিগগিরই যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতায় এবার নতুন কোনো মুরুব্বি নয়, বরং আন্দোলন সংগ্রামের নেতৃত্বে খালেদা জিয়াই থাকছেন।
GM/sat