ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি খেলতে গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছিলো ভারত-দক্ষিণ আফ্রিকা। যেখানে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
তবে রোববার বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত-দ. আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হঠাৎ বন্ধ হয়ে যায় সাপের আগমনে। তখন কেবল সপ্তম ওভারের খেলা শেষ হয়েছে। আগে ব্যাট করতে নামা ভারত বিনা উইকেটে ৬৮ রান তোলে। হঠাৎ মাঠে প্রবেশ করে সাপ। তাতে করে খেলা বন্ধ হয়ে যায়।
অবশ্য এখানে যে সাপের উপদ্রপ স্বাভাবিক ব্যাপার। কারণ, সাপ প্রবেশ করার পর পরই গ্রাউন্ড স্টাফরা সাপ ধরার যন্ত্র নিয়ে মাঠে প্রবেশ করেন। অর্থাৎ তারা এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন তারা।
পরে অবশ্য সাপ মহাশয়কে সরানো হলে খেলা আবার শুরু হয়।
MNU/habib