জাপোরিঝিয়া ও খেরসনকে স্বাধীন ঘোষণা করলেন পুতিন

প্রকাশিত: ৩০-০৯-২০২২ ০৯:৪৭

আপডেট: ৩০-০৯-২০২২ ০৯:৪৭

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জাপোরিঝিয়া খেরসন অঞ্চলকে স্বাধীনতা ঘোষণা করে রুশ প্রেসিডেন্ট ­াদিমির পুতিন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার অঞ্চল দুটিকে স্বাধীন ঘোষণা করে এক অধ্যাদেশে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিন তাঁর অধ্যাদেশে বলেছেন, ‘আমি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার স্বীকৃতির আদেশ দিচ্ছি।

এর আগে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের আরও দুটি অঞ্চল দেনেৎস্ক লুহাস্ককে স্বাধীন ঘোষণা করে একই ধরনের অধ্যাদেশে স্বাক্ষর করেছিলেন রুশ প্রেসিডেন্ট। আজ শুক্রবার বিকলে তিনটায় দেনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া খেরসনএই চারটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে রাশিয়ার যুক্ত হতে যাচ্ছে। উপলক্ষে ক্রেমলিনে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাড়া ক্রেমলিন ওয়াল থেকে একটু দূরে রেড স্কয়ারে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে। 

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিউইয়র্ক সিটিতে সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের চারটি অঞ্চল এভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হবে জাতিসংঘের সনদ লঙ্ঘন করার শামিল এবং এর কোনো আইনি মূল্য নেই। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ শুক্রবার যুক্তরাষ্ট্র আলবেনিয়া যৌথভাবে একটি খসড়া নিন্দা প্রস্তাব উত্থাপন করবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার রাতেই কঠোর ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার দাবিকে স্বীকৃতি দেবে না। 

AR/sharif