বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ২৯-০৯-২০২২ ১১:০২

আপডেট: ২৯-০৯-২০২২ ২২:২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে আমেরিকা সমর্থন করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের আসন্ন জাতীয় সংদস নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও তার প্রত্যাশা। আজ (২৯শে সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে 'সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্যা এম্বাসাডর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

এসময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, 'রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ সম্মানের সংগে প্রত্যাবাসন যুক্তরাষ্ট আশা করে তবে এটা ভীষণ কঠিন কাজ। রাখাইনে ফিরবার মত পরিবেশ এখনো তৈরি হয়নি।  এ নিয়ে বাংলাদেশের সংগে ইউএস কাজ করবে'। 

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে পাঁচটি লক্ষ্য তুলে ধরেন পিটার হাস। তিনি বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার, সামাজিক ও পরিবেশগতভাবে সহনশীলতা, রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরতে সহায়তা করা এবং মার্কিন বিনিয়োগ সম্প্রসারণ। এ পাঁচটি লক্ষ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য গুরত্বপূর্ণ।

AR/sharif