কখনোই ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি বাংলাদেশ

প্রকাশিত: ২৭-০৯-২০২২ ২২:০৩

আপডেট: ২৭-০৯-২০২২ ২২:০৬

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে কখনোই দেশি-বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশ ব্যর্থ হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার ফিলিপিন্সের ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবির সদর দপ্তরে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে একথা বলেন তিনি। 

বাংলাদেশ অত্যন্ত সক্ষমতার সাথে নিয়মিত ঋণ পরিশোধ করে চলেছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, জিডিপি অনুপাতে বাংলাদেশ এডিবি থেকে কম ঋণ নেয়া দেশগুলোর মধ্যে অন্যতম। এসময় বাংলাদেশের বিষয়গুলো সব সময় গুরুত্বের সাথে বিবেচনা করায় এডিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

 

MRP/shimul