'ট্রানজিট সুবিধা নিতে পণ্যের বাজার বাড়াতে হবে'

প্রকাশিত: ২২-০৯-২০২২ ১৪:৩৭

আপডেট: ২২-০৯-২০২২ ১৫:০৭

মুক্তা মাহমুদ: বাংলাদেশকে বিনা শুল্কে ট্রানজিট দেবার ভারতের প্রস্তাবের সুবিধা নিতে হলে দেশের রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা, মান ও বাজার বাড়াতে হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই প্রস্তাবে উপ-আঞ্চলিক যোগাযোগের বাইরে তৃতীয় কোন দেশে ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের জন্য লাভজনক। তার আগে প্রস্তাবটি আরো খোলাসা করারও কথা বলছেন তারা।

চলতি মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে, দুই দেশের প্রধানমন্ত্রীর  বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতির ২০তম অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের নির্দিষ্ট স্থল সীমানা, বিমান বন্দর ও সমুদ্র বন্দর ব্যবহার করে, তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা পাবে বাংলাদেশ। আর এজন্য  কোন অর্থ দিতে হবে না।  ট্রানশিপমেন্টর জন্যও বাংলাদেশকে একই সুবিধা দেবার কথা জানায় ভারত।

এই সুবিধা নিতে হলে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে হবে বলে মনে করেন এফবিসিসিআই   এর সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সাবেক সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন ও মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষামূলকভাবে হলেও ব্যবসায়ীরা এই সুযোগ নিতে পারেন। একই সঙ্গে বিবিএন মোটর ভেহিকল এগ্রিমেন্ট বাস্তবায়নের তাগিদ দেন তারা।

ট্রানজিটের ক্ষেত্রে ভারত যেভাবে বাংলাদেশ থেকে সুবিধা পায়, একই সুবিধা ভারতের কাছে বাংলাদেশ আশা করে বলে মনে করেন বিশ্লেষকরা।

Mukta/sharif