নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকটের সমাধান রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। সোমবার (১২ই সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
সেমিনারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান জেনারেল চার্লস ফ্লিন বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ। এ কারণে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সংযোগ ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
চার দিনব্যাপী এই সেমিনারের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেনাবাহিনীর প্রধান ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এই সেমিনারে ২৪টি দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
EHM/shimul