পদ্মায় আবারো ভাঙ্গন, ঝুঁকিতে ফেরিঘাট

প্রকাশিত: ১২-০৯-২০২২ ১৪:১২

আপডেট: ১২-০৯-২০২২ ১৫:১৮

রাজবাড়ী সংবাদদাতা: পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ীর গোয়ালন্দে আবারো শুরু হয়েছে নদী ভাঙন। উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নে এ ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে পদ্মা পাড়ের ফসলি জমি, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা। ভাঙনের কবলে পড়ে বন্ধ হয়ে গিয়েছে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট। ঝুঁকিতে রয়েছে ৬ ও ৭ নম্বর  ফেরিঘাট।  বছরের পর বছর ধরে পদ্মায় বাড়িঘর হারিয়ে আতঙ্কে দিন কাটছে তীরবর্তী এলাকার বাসিন্দাদের।  

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তীব্র হচ্ছে ভাঙন। স্রোতের তোরে ভাঙনের কবলে পড়েছে ব্যস্ততম দৌলতদিয়া ফেরি ঘাট ও লঞ্চ ঘাট। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে ৫ নম্বর ঘাট এলাকায় থাকা কয়েকটি দোকান। ভাঙনের মুখে সরিয়ে নেয়া হয়েছে হোটেল ও  দোকান। ৫ নম্বর ঘাট বন্ধ করে দেয়া হয়েছে। ঝুঁকিতে আছে ৬ ও ৭ নম্বর ফেরিঘাটও।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই বর্ষা মৌসুমের ভাঙনে বালুর বস্তা ফেলেই দায় সারে কর্তৃপক্ষ। যাতে ভাঙন ঠেকানো যায় না। গত কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে দৌলতদিয়ার অন্তত ১৫ হাজার বসতবাড়িসহ বহু স্থাপনা। 

এদিকে ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা রিসাত আহমেদ।

পদ্মার পানি বাড়ায় রাজবাড়ীর তিনটি পয়েন্টে ভাঙন চলছে। প্রতি মুহূর্তে এর তীব্রতা বেড়ে ভাঙনের কবলে পড়ছে বাড়ি-ঘর, ফসলি জমিসহ নানা স্থাপনা।

 

lamia/sanchita