আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাত শহরের একটি মসজিদের সামনে বিস্ফোরণে অন্তত ১৫জন নিহত হয়েছে। এর মধ্যে দেশটির ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর এক শীর্ষস্থানীয় ধর্মীয় নেতাও রয়েছেন। শুক্রবার (দোসরা সেপ্টেম্বর) জুমার নামাজের সময় গুজরগাহ মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে হেরাতের পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।
হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বলেছেন, মুজিব রহমান আনসারি কয়েকজন রক্ষী ও বেসামরিক লোকদের নিয়ে মসজিদের দিকে যাওয়ার পথে নিহত হয়েছেন। বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা জানাননি তিনি।
রাসুলি জানান, মুজিব রহমান আনসারি বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এক আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুম্বন করার সময় বোমার বিস্ফোরণ ঘটায়।
তবে ঘটনাস্থলের একটি সূত্রের উলেখ করে আল জাজিরা জানিয়েছে, হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। সেই সঙ্গে হামলার নেপথ্যে থাকা দুর্বৃত্তদের কঠোর শাস্তি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এক টুইটবার্তায় তালেবান সরকারের মুখপাত্র জবিহুলাহ মুজাহিদ বলেন, দেশের শক্তিশালী ও সাহসী ধর্মীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হামলার পেছনে থাকা দুর্বৃত্তদের কঠোর শাস্তি দেয়া হবে।
MNU/nasir