নারায়ণগঞ্জ সংবাদদাতা: আওয়ামী লীগ গত এক যুগ ক্ষমতায় থেকে মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (দোসরা সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায়নিহত যুবদল নেতা শাওনের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, শাওন যুবদল কর্মী, গণতন্ত্রের অধিকার আদায়ের আন্দোলনে তিনি প্রাণ দিয়েছেন। বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করে শাওনকে হত্যা করেছে। সরকারকে সরাতে না পারলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। সহিংসতার পথে না হেটে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
GM/sharif