পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৯ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে 'এনিমেল লাভার অফ পটুয়াখালী' সংগঠনের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (পহেলা সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের খাজুরা এলাকার কৃষক আবদুল খালেকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে এটি টেংরাগিরি বনে অবমুক্ত করার কথা রয়েছে।
এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা জানান, গতকাল বিকেলে ওই কৃষক সাপটি জাল ফেলে তার ধানক্ষেত থেকে উদ্ধার করেন। পরে তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। ইতিমধ্যে এটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তারা।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, সাপটি আজ দুপুরের মধ্যে টেংরাগিরি বনে অবমুক্ত করা হবে।
Kaniz/sharif