নাকুগাঁও স্থলবন্দর কার্যত অচল!

প্রকাশিত: ০২-০৯-২০২২ ০৮:২২

আপডেট: ০২-০৯-২০২২ ০৮:৫৭

শেরপুর সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৯টি পণ্য আমদানির কথা থাকলেও বর্তমানে মাত্র একটি পণ্য আমদানি করা হচ্ছে। এতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে এই স্থলবন্দরটি। বন্দরটি সচল রাখতে নতুন কিছু পণ্য আমদানির সুপারিশ করেন ব্যবসায়ীরা। এনবিআরের সাথে কথা বলে আরো কয়েকটি পণ্য আমদানি তালিকায় অন্তর্ভুক্ত করা ও রপ্তানি বাড়াতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বন্দর কর্র্তৃপক্ষ। 

১৯৯৭ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও শুল্ক স্থলবন্দরের। কিন্তু ২০০২ সালে এ বন্দর দিয়ে কয়লা ও পাথর ছাড়া সব পণ্য আমদানি বন্ধ হয়ে যায়। পরে ২০০৯ সালের ১২ ডিসেম্বরে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে চালুর ঘোষণা এবং নতুন করে অবকাঠামো নির্মাণ করা হয়।

তারপরও শুধু পাথর আমদানি নির্ভর বন্দরে পরিণত হয়েছে নাকুগাঁও। কয়লা আমদানি করলেও বেশিরভাগ সময়ই তা বন্ধ থাকে। শুধু কয়লা আর পাথর আমদানির কারণে বন্দরের গতি স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, এ বন্দরের ওপারেই মেঘালয় রাজ্য থাকায় সেখান থেকে শুঁটকি মাছ, খৈল, সুপারি ও পশুখাদ্য আমদানি করা সহজ এবং লাভজনক হবে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আরো কয়েকটি পণ্য আমদানি তালিকায় অন্তর্ভুক্ত করাসহ বন্দরে রপ্তানি বাড়াতে চেষ্টা চলছে। নতুন পণ্য আমদানি ও রপ্তানির মাধ্যমে নাকুগাঁও স্থলবন্দরটি সারা বছর কর্মচঞ্চল রাখার দাবি শ্রমিক ও ব্যবসায়ীদের।

MNU/sharif