ছাদ বাগানে মরুর গোলাপ 'অ্যাডেনিয়াম'

প্রকাশিত: ০২-০৯-২০২২ ০৮:১২

আপডেট: ০২-০৯-২০২২ ০৮:৫৭

রাজশাহী সংবাদদাতা: মরুর গোলাপ হিসেবে পরিচিত হলেও দেশের আলো বাতাসে ভালোই মানিয়ে নিয়েছে প্রাকৃতিক বনসাই জাতের অ্যাডেনিয়াম ফুল। কয়েক বছর আগে রাজশাহীর উদ্যোক্তা শওকত অন্তু প্রথম বাড়ির ছাদে এই ফুলের বাগান করেন। রূপ মাধুর্যে অনন্য এবং কষ্ট সহিষ্ণু হওয়ায় দেশে এই ফুলের বাণিজ্যিক চাষ নিয়ে আশাবাদি এই উদ্যোক্তা। 

বাড়ির এই ছাদ বাগানটাই এখন সবচেয়ে বেশি প্রিয় রাজশাহীর শওকত অন্তুর। প্রতিদিনই এখানে লাল সাদা অ্যাডেনিয়াম ফুলের মাঝে স্বপ্ন বুনে চলেছেন তিনি। কয়েক বছর আগে অল্প করে শুরুটা হলেও এখন বেশ কয়েক প্রজাতির অ্যাডেনিয়ামে সাজানো তার এই ছাদ বাগান। বাহারি এসব ফুলের মোহনীয়তায় যে কেউই আবিষ্ট হবেন। 

মরুর গোলাপ হিসেবে পরিচিতি পাওয়া অ্যাডেনিয়াম দেশের মানুষের কাছে খুব একটা চেনা ফুল না হলেও থাইল্যান্ড, চায়না, ভিয়েতনাম এবং মালয়েশিয়াতে এর বেশ কদর আছে। দেখতে অনেকটা গোলাপের মতো এবং উষ্ণ পরিবেশ ও শুস্ক মাটিতে ফলে বলে  একে মরুর গোলাপ বলে। লাল, সাদা, গোলাপি সহ বেশ কয়েক ধরনের হয় এই ফুল।

এটি মূলত প্রাকৃতিক বনসাই ধরনের গাছ। এই ফুলের আদি নিবাস দক্ষিণ পূর্ব আফ্রিকার মরুভূমি। অল্প যতেœই টিকে থাকে অ্যাডেনিয়াম। তাই সহজেই দেশে এই ফুলের বিস্তার ঘটানো সম্ভব বলে জানান শওকত অন্তু।

দেশের এবং দেশের বাইরে এই ফুলের কদর থাকায় বাণিজ্যিকভাবে অ্যাডেনিয়াম ফুলের প্রচার এবং প্রসার ঘটাতে চায় রাজশাহীর এই উদ্যোক্তা।

lamia/sharif