ঠাকুরগাঁও সংবাদদাতা: নাগরিকের প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করা ও সেবা পাওয়া সহজ করার উদ্যোগ নিয়েছে পঞ্চগড়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেবাগ্রহীতাকে চা খাওয়ার অনুরোধ জানিয়ে তাদের সেবা দিয়ে যাচ্ছেন তিনি। এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
চাকরির আবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দরকার হয় প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপি। আর সত্যায়িত করার জন্য নাগরিকদের যেতে হয় একজন প্রথম শ্রেণির কর্মকর্তার কাছে। এক্ষেত্রে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হতে হয় মানুষকে। তবে এই ভোগান্তি দূর করতে পঞ্চগড়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কাগজপত্র সত্যায়িত করতে এসে অনুগ্রহ করে এক কাপ চা গ্রহণ করবেন এমন একটি লেখা নিজ কক্ষের বাইরে দরজায় লাগিয়ে রেখেছেন পঞ্চগড় সদর উপজেলার ইউএনও মাসুদুল হক। উদ্যোগটি পঞ্চগড়ে ব্যাপক সাড়া ফেলেছে। সরাসরি কোন ভোগান্তি ছাড়াই ইউএনও’র কাছে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে সাক্ষর করে নিচ্ছেন গ্রাহকরা।
সেবাগ্রহীতাদের সুবিধার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেবাগ্রহীতারা।
MHS/sharif