উৎপাদন ব্যয় বাড়ায় বিপদে দক্ষিণাঞ্চলের কৃষক

প্রকাশিত: ১৭-০৮-২০২২ ০৯:১১

আপডেট: ১৭-০৮-২০২২ ০৯:১১

পটুয়াখালী সংবাদদাতা: জালানী তেল এবং সারের মূল্য বৃদ্ধির কারণে বিপাকে পরেছেন পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলের কৃষকরা। এর ফলে কৃষিতে উৎপাদনে খরচ বাড়বে। যা লোকসানের কারণ হতে পারে বলে আশঙ্কা কৃষকের। তাই ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তারা। চাষাবাদে চেয়েছেন প্রণোদনা।

দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালী অনেকটাই মৎস্য ও কৃষির উপর নির্ভরশীল। মুগডাল, তরমুজ, ভুট্টা ও ধানসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হয় এই জেলায়। স¤প্রতি দেশে ডিজেল ও ইউরিয়া সারের দাম বাড়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে কৃষির ওপর। আমন আবাদ করতে গিয়ে বিপাকে পড়েছেন কৃষক। 

প্রতি বছর জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হলেও এবার চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় চাষীরা। বাড়তি দামে ডিজেল ও সার কিনে উৎপাদিত ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা।

কৃষি উৎপাদন ঠিক রাখতে সরকারের কাছে বিশেষ প্রণোদনা ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানালেন কৃষক।

তবে পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম মহিউদ্দিন আশা ব্যক্ত করেন উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য মিলবে।

আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থার উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে কৃষিতে ইতিবাচক পরিবর্তন ঘটছে দক্ষিণাঞ্চলের এই জেলায়।

 

MNU/joy