খুনীদের আশ্রয় দেয়া দেশগুলো মানবতার ছবক শেখায়

প্রকাশিত: ১৬-০৮-২০২২ ১৯:৩৪

আপডেট: ১৬-০৮-২০২২ ২২:৫৭

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর  খুনিদের  যারা আশ্রয় দিয়ে লালন পালন করেছে তাদেরকাছ থেকে মানবতার ছবক শুনতে হয়। তারা মানবতা লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেয়।

আজ মঙ্গলবার (১৬ই আগস্ট) সন্ধ্যায় রাজধনীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কিছু নিয়ে যাননি। তিনি শুধু দিয়ে গেছেন। একটা জাতি দিয়ে গেছেন, দেশ দিয়ে গেছেন। গরীবকে যে রিলিফের কাপড় দেয়া হতো, সেই রিলিফের কাপড় দিয়ে তাকে দাফন দেয়া হয়েছিল। 

প্রধানমন্ত্রী আরো বলেন, আমি কিছু আশা করি না আমার একটাই কথা এ দেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। তাই আমার একটাই প্রচেষ্টা সব সহ্য করে নীলকন্ঠ হয়ে অপেক্ষা করেছি কবে ক্ষমতায় যাব। কবে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করব।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। দেশকে তিনি এগিয়ে নিচ্ছেন।যতো বাধাই আসুক না কেনো দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

MRP/shimul