আন্তর্জাতিক ডেস্ক: তিনদিন সংঘাতের পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্ত্রবিরতিতে পৌঁছেছে ইসরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ।
রয়টার্স জানিয়েছে, রোববার (৭ই আগস্ট) স্থানীয় সময় রাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে এর আগে তিনদিনের ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ১৫ শিশুসহ প্রাণ হারিয়েছেন ৪৪ ফিলিস্তিনি। আহত হয়েছে তিন শতাধিক।
মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধ বিরতির সিদ্ধান্তে পৌঁছায় দুই পক্ষ। প্রথমে এক বিবৃতিতে অস্ত্রবিরতির কথা ঘোষণা করে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। পরে পৃথক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসরাইলও। উভয়পক্ষই অস্ত্রবিরতিতে মধ্যস্থতা করার জন্য মিশরকে ধন্যবাদ জানিয়েছে।
এর আগে, শুক্রবার ইসরাইল বাহিনী বিমান হামলা চালানো শুরু করে। ইসরাইলের সেনাবাহিনী বলছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের হুমকির জবাবে এই হামলা চালানো হয়। ২০২১ সালের মে মাসে টানা ১১ দিন দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫০ জন ফিলিস্তিনি ও ১৩ জন ইসরাইলি নিহত হয়েছিলো। এরপর তাদের মধ্যে সংঘাত কিছুটা কমেছিল।
rocky/sat