চাঁদপুর সংবাদদাতা: ডাকাতিয়া নদীর পানি দূষণ আর মাছের খাবারের দাম বাড়ায় হারিয়ে যেতে বসেছে চাঁদপুরের ভাসমান খাঁচায় মাছ চাষ প্রকল্প। পুঁজি হারিয়ে অনেক চাষী মাছ চাষ বন্ধ করে দিয়েছে। মৎস্য অধিদপ্তর বলছে,পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
২০০২ সালে দেশে সর্বপ্রথম চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ শুরু হয়। অন্য সকল পদ্ধতির চেয়ে বেশি সাশ্রয়ী, সুবিধাজনক এবং লাভ বেশি হওয়ায় অনেক উদ্যোক্তাই শুরু করেন এই পদ্ধতিতে মাছ চাষ।
১৬০জন চাষী প্রায় দুই হাজার ভাসমান খাচায় নদীতে মাছ চাষ শুরু করলেও বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। নদীর পানি দূষণ বেড়ে যাওয়ায় গত ৩ বছরে এই অবস্থা আরো খারাপ হয়েছে।
তাই সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে উদ্যোক্তা ও চাষীরা।
এই সংকট সমাধানে মৎস্য অধিদপ্তর কাজ করছে বলে জানালেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
lamia/sat