দুর্দান্ত মেসি-নেইমার, দারুণ জয় পিএসজি'র

প্রকাশিত: ০৭-০৮-২০২২ ১৩:০১

আপডেট: ০৭-০৮-২০২২ ১৩:০১

ক্রীড়া ডেস্ক: নেইমার জুনিয়র ও লিওনেল মেসির দারুণ পারফরম্যান্সে ফরাসী লীগে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পিএসজি।

লিগ ওয়ানের প্রথম ম্যাচে শনিবার (৬ই আগস্ট) রাতে ক্লেহমোঁর বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শক্তিতে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণে যায় ক্রিস্তফ গালতিয়ের দল। ফল পেতেও দেরি হয়নি। মাত্র নবম মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোল করেন নেইমার। 

পিএসজির দ্বিতীয় গোল আসে ২৬তম মিনিটে। এবারও  মেসি ও নেইমারের ওয়ান টু ওয়ান পাস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি। দলের তৃতীয় গোলেও বড় ভূমিকা নেইমারের। ৩৮তম মিনিটে বাঁ দিক থেকে তার দারুণ ফ্রি কিকে হেড দিয়ে ৩-০ ব্যবধানে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।

৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরে বেশ কয়েকটি জোড়ালো আক্রমণ করে তারা। পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করে ক্লেহমোঁও। যদিও প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়ানোর মতো কিছু করতে পারেনি তারা।

শেষ দিকে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। ৮০তম মিনিটে নেইমারের সাথে দারুণ বোঝাপড়ায় কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন আর্জেন্টাইন তারকা। এরপরই তার ওই ওভারহেড কিক গোল। জাতীয় দল সতীর্থ লেয়ান্দ্রো পারেদেসের পাস থেকে পাওয়া বল বুক দিয়ে নামিয়ে অসাধারণ নৈপুণ্যে গোলরক্ষকের ওপর দিয়ে পাঠিয়ে দেন জালে। 

গত মৌসুমে মাত্র আট গোল করা মেসি এবার প্রথম দিনেই করলেন দুই গোল। তার সাথে নেইমারের পারফর্মে বড় জয় দিয়েই লিগ শুরু করলো পিএসজি।

 

rocky/joy