ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৪-০৭-২০২২ ১৪:২২

আপডেট: ০৪-০৭-২০২২ ১৪:২৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফল প্রকাশ করেন।

এ বছর ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১০ হাজার ৩৭৪ শিক্ষার্থী। পাস করেছেন ১১ হাজার ৪৬৬ জন। যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৩৯ শতাংশ। ৮৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

এবার এই ইউনিট থেকে ১৮৫১ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। ‘ক’ ইউনিটের অধীনে ৩৩টি বিভাগ রয়েছে।

rocky/ramen