পটুয়াখালী সংবাদদাতা: আগামি কোরবানির ঈদ উপলক্ষে মসলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পটুয়াখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ (রোববার) দুপুরে শহরের নিউ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকাসহ বেশি মূল্যে পণ্য বিক্রির অভিযোগে অর্থদণ্ড প্রদান করা হয়।
পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া এই অভিযান পরিচালনা করেন।
afroza/sharif