ক্রীড়া ডেস্ক: উইম্বলডন টেনিসে পুরুষ এককের রাউন্ড অব সিক্সটিনে উঠেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল।
লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে তৃতীয় রাউন্ডের খেলায় ইতালির লরেঞ্জো সনেগোকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে শেষ ষোলোতে নিজের জায়গা নিশ্চিত করেছেন নাদাল।
আরেক ম্যাচে গ্রিসের স্টেফানোস সিতসিপাসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩-১ সেটের জয় দিয়ে শেষ ষোলোতে উঠেছেন অস্ট্রেলিয়ার নিক কিরিওস।
এদিকে, নারী একক থেকে চতুর্থ রাউন্ডে উঠেছে রোমানিয়ার সিমোনা হালেপ। তৃতীয় রাউন্ডের ম্যাচে পোল্যান্ডের মাগডালিনা ফ্রেওকে সরাসরি ২-০ সেটে হারিয়েছে হালেপ। আর ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে অপ্রত্যাশিত ভাবে বিদায় নিয়েছেন চেকপ্রজাতন্ত্র’র পেত্রা কেভিটোভা এবং পোল্যান্ডের ইগা সোয়ানটেক।
rocky/ramen