বান্দরবানে পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস

প্রকাশিত: ০৩-০৭-২০২২ ০৮:৩৯

আপডেট: ০৩-০৭-২০২২ ১১:০৩

বান্দরবান সংবাদদাতা: বান্দরবানে পাহাড়ের টিলা ও কিনারায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় ৩০ হাজার মানুষ। এনিয়ে সারাবছর প্রশাসনের টনক না নড়লেও, বর্ষা মৌসুম এলে চলে নিরাপদ স্থনে সরে যাওয়ার জন্য মাইকিং। কিন্তু কার্যকর উদ্যোগের অভাবে পাহাড়ের টিলায় মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস কমছে না। তবে স্থায়ী আশ্রয়স্থল পেলে সরে যেতে চায় পাহাড়ের পাদদেশে বসবাস করা মানুষেরা। 

বান্দরবান জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় পাহাড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ বসতি। সহায়-সম্বলহীন ছিন্নমূল মানুষেরা মাথাগোজার ঠাঁই হিসেবে, পাহাড়ের চূড়ায় কিংবা ঢালে আশ্রয় নিয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই ঝুঁকির মুখোমুখি হন তারা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পাহাড় ধসে মৃত্যুর ঘটনাও ঘটে। কিন্তু বর্ষা মৌসুম এলে মাইকিং করে বসবাসকারীদের সতর্ক করা ছাড়া সংকট সমাধানে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না । 

এদিকে বর্ষা মৌসুম আসায় বান্দরবানে নিয়মিতই বৃষ্টি হচ্ছে । বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি । নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং শুরু করেছে জেলা ও বিভিন্ন উপজেলা প্রশাসন। কয়েকটি এলাকায় প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র।

বান্দরবান পৌর এলাকায় প্রায় আড়াইশ’ পরিবার এই বর্ষা মৌসুমে পাহাড় ধসের হুমকিতে রয়েছে। আর পুরো জেলায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীর সংখ্যা প্রায় ৩০ হাজার। 

SAI/ramen