বিনোদন ডেস্ক: সর্বোচ্চ সংখ্যক পুরস্কার পেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে তেলেগু স্বল্পদৈর্ঘ্য একটি চলচ্চিত্র। ছবিটির নাম ‘মনসানমহা’। এখন পর্যন্ত ৫১৩টি পুরস্কার জিতেছে মাত্র সাড়ে ৪ লাখ রুপি বাজেটে নির্মিত এই ছবি।
১৬ মিনিটের এই ছবিটি পরিচালনা করেছেন দীপক রেড্ডি। গিনেস বুকে নাম ওঠার বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।
জানা গেছে, তেলেগু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব, বেঙ্গালুরু আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যাল, সান ফ্রান্সিসকো ফ্রোজেন ফিল্ম ফেস্টিভ্যালসহ অনেক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ২০২০ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র এখন পর্যন্ত ৫১৩টি পুরস্কার জিতেছে।
পরিচালক দীপক টুইটারে গিনেস সার্টিফিকেটের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে পুষ্পা পরিচালক সুকুমার, আদিভি সেশসহ অনেক তারকা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং এর কলাকুশলীদের প্রশংসা করেছেন।
ছবিটিতে অভিনয় করেছেন বিরাজ অশ্বিন, দৃষ্টি চন্দ্র, ভালি রাঘবেন্দ্র, পৃথ্বী শর্মা, সত্য ভার্মা, দীপক বর্মাসহ আরও অনেকে। তেলেগু ভাষার চলচ্চিত্রটি তামিল, মালয়লাম, হিন্দি ও কন্নড় ভাষায়ও ডাবিং করা হয়।
rocky/sharif