বিনোদন ডেস্ক: পূজা চেরির সাথে আবারও জুটি বাঁধছেন শাকিব খান। ‘গলুই’ ছবির পর এই দুইজনকে এবার দেখা যাবে ‘মায়া’ নামের একটি সিনেমায়। ২০১৪ সালে শাকিব খান নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের কাজ শুরু করেন। এই প্রতিষ্ঠানের ব্যানারেই আসবে ‘মায়া’।
হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমার বাজেট ধরা হয়েছে ৪ কোটি টাকা। এই ছবি প্রসঙ্গে শাকিব খান বলেন, “‘মায়া’ আমার স্বপ্নের একটি প্রজেক্ট। বছর শেষে সিনেমাটির শুটের পরিকল্পনা আছে; এই সিনেমায় আমার নায়িকা হচ্ছে পূজা। আশ্বস্ত করতে পারি এই সিনেমা মাধ্যমে নতুন কিছু হতে যাচ্ছে। এর বেশি বিস্তারিত এখনই প্রকাশ করতে চাই না।”
এর আগে ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধেছিলেন শাকিব-পূজা। তবে সেভাবে দর্শক টানতে পারেনি ছবিটি। সম্প্রতি ‘রাজকুমার’ নামে আরও একটি সিনেমা নির্মাণ করছে এসকে ফিল্মস।
rocky/sharif