হিলি সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে গৃহবধূ রুমানা হত্যা মামলা ধামা-চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন তার স্বজনরা। হত্যাকাণ্ডটি ধামাচাপা দিতে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। রুমানা হত্যার বিচার দাবিতে দিনাজপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলার হাটপাড়া গ্রামের সামনে গৃহবধূ হত্যা মামলা দায়েরের দাবিতে মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা। এসময় ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবিরের অপসরণের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার তোশাই গ্রামের রনি মিয়ার স্ত্রী মোছাঃ রুমানা আক্তারকে স্বামীসহ তার স্বজনরা হত্যা করে মরদেহ শয়নকক্ষে ঝুলিয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম এ এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
afroza/sharif