মধুমতি নদীতে তীব্র ভাঙন

প্রকাশিত: ০২-০৭-২০২২ ০৮:২৫

আপডেট: ০২-০৭-২০২২ ০৯:১৭

গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জে   মধুমতি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র ভাঙন শুরু হয়েছে।  এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, গাছপালা, ফসলি জমি, পাকা রাস্তা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ঢাকা-খুলনা মহাসড়ক। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয়দের। 

মধুমতি নদীর ভাঙ্গনে দিশেহারা গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা, মধুপুর, হরিদাশপুরসহ নদীর তীরবতী এলাকার মানুষ। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ফসলি জমি, বসতবাড়ি, গাছপালা। ঘরবাড়ি হারিয়ে অনেকেই বাস করছে খোলা আকাশের নিচে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।

ভাঙন আতঙ্কে অনেকেই নিজেদের বসত বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছে।  

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙ্গন  রোধে প্রয়োজনীয় ব্যবস্থা  নেয়া হচ্ছে। বিপদকালীন সময়ে জিও ব্যাগ ফেলে ভাঙ্গ নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

নদীর তীরবতী এলাকার মানুষের বাড়ি-ঘর-জমি রক্ষায় ভাঙ্গন রোধে দ্রুত বেড়িবাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের।

MHS/ramen