নিজস্ব প্রতিবেদক: পিকআপে করেও পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করেছে সেতু কর্তৃপক্ষ। এতে সেতুতে স্বাভাবিক ছন্দে ও শৃঙ্খলার সঙ্গে যানবাহন চলাচল করছে। টহলে আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পদ্মা সেতুর দুই প্রান্তে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি টাকা। এদিকে, এই সেতু চালু হওয়ার পর ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের নতুন কয়েকটি রুটে সরাসরি বাস চালু হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতুতে শৃঙ্খলা রাখতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার পর এবার পিকআপে করেও মোটরসাইকেল পারাপার বন্ধ করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা দুই প্রান্তেই এই নিয়ম পালনে কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পদ্মা সেতুর উপর চলাচলের সময় গাড়ি থামানো, কিংবা যাত্রী নেমে ছবি তোলাও বন্ধ করা হয়েছে। স্বাভাবিক ছন্দে যান চলাচল করছে। মাওয়া এবং জাজিরা প্রান্তের টোল প্লাজার কোথাও যানবাহনের তেমন ভীড়া দেখা যায়নি।
এদিকে, পদ্মা সেতু উদ্বোধন হলেও ওই পথে চলাচলের জন্য অনেক গাড়ীর রুট পারমিট ছিলো না। তাই প্রথম দিন থেকেই দক্ষিণাঞ্চলে যাওয়া-আসায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এই সমস্যার সমাধানে ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত নতুন বাস চালু শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এছাড়া দক্ষিণাঞ্চলের আরও কিছু নতুন রুটেও বাস চলাচল শুরু করেছে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতুর দুই প্রান্তে টোল আদায় হয়েছে মোট ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকার। সেতু বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। কাঁঠালবাড়ি রুটে এখন ৬টি ফেরি চলাচল করছে। তবে বাকি রুটের ফেরিগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
SMS/sharif