নিজস্ব প্রতিবেদক: একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও চট্টগ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফয়জুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (২৭শে জুন) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের লালখান বাজারে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম কোর্ট বিল্ডিং প্রাঙ্গনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে চন্দনাইশের বৈলতলী গ্রামে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অ্যাডভোকেট ফয়জুর রহমান হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফের বাবা।
AR/shamim