নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুতে গাড়ি দাঁড় করানো এবং গাড়ি থেকে নেমে ছবি তোলাসহ নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেতু কর্তৃপক্ষ।
আজ (সোমবার) থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানা করবে সেতু কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার সেতু উদ্বোধনের পর রোববার থেকে শুরু হয়েছে যানবাহন চলাচল। সেতু দিয়ে পারাপার শুরু করার আগেই জারি করা হয়েছিল বেশকিছু নির্দেশনা। জানিয়ে দেওয়া হয়, পদ্মা সেতু পার হওয়ার সময় সেতুর উপরে কোন যানবাহন থামানো যাবে না। গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাঁটি করা যাবে না। পদ্মা সেতুর ওপরে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালানো যাবে।
তবে প্রথম দিনেই এসব নিয়ম ভঙ্গ করতে দেখা গেছে গাড়ির চালক ও যাত্রীদের। অনেকে হেঁটেই পদ্মা সেতু পার হয়েছেন। আবার কেউ কেউ মাঝপথে গাড়ি কিংবা বাইক থামিয়ে হাঁটাহাঁটি করছেন। আবার অনেকে মেতেছেন সেলফি উৎসবে। কেউ কেউ ভিডিও কলে স্বজনদের সেতু দেখিয়েছেন। এছাড়া বেশিরভাগ মোটরসাইকেল আরোহীর মাথায় ছিল না হেলমেট। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতাও ছিল লক্ষ্যনীয়।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য মাঝে মধ্যে এসে দর্শনার্থীদের সরিয়ে দিলেও উচ্ছাস আর আবেগের কাছে তা ছিল অনেকটাই ক্ষীণ।
এ বিষয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা বলেন, সাধারণ মানুষ সেতুতে উঠে ছবি, সেলফি তুললে কিংবা পদ্মা সেতুর ওপরে বসলেই জরিমানা করা হবে। আমরা প্রথম দিনেই দেখছি সাধারণ মানুষ সেতু পার হতে গিয়ে ছবি তুলছেন। প্রথম দিন শিথিল থাকলেও দ্বিতীয় দিন থেকেই কঠোর ব্যবস্থা নেবো আমরা।
rocky/prabir