নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সোমবার (২৭শে জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
আজ রোববার (২৬শে জুন) রাতে সেতু বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
এর আগে রোববার (২৬শে জুন) রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে দু’জন মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দু’জন সেতুর ওপর পড়ে আছেন, পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শনিবার (২৫শে জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (২৬শে জুন) ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়।
AR/habib