ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে ৫ ঘণ্টায় পটুয়াখালী

প্রকাশিত: ২৬-০৬-২০২২ ১৬:৪২

আপডেট: ২৬-০৬-২০২২ ১৮:০৪

পটুয়াখালী সংবাদদাতা: ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাত্র ৫ ঘণ্টায় পটুয়াখালী পৌঁছালো যাত্রীবাহী বাস। আগে ফেরি পার হয়ে যেতে সময় লাগতো ১০ থেকে ১২ ঘণ্টা। বরিশালে যেতে সময় লাগছে সাড়ে তিন ঘণ্টা। আগের চেয়ে অর্ধেকেরও কম সময়ে স্বাচ্ছন্দের যাত্রায় খুশি চালক ও যাত্রীরা। মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে পারলে আরও কম সময় পৌঁছানো সম্ভব হবে বলে মনে করেন বাস চালকরা।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক ৫ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে পটুয়াখালী পৌঁছেছে যাত্রীবাহী বাস। সকাল ৮টায় সায়েদাবাদ থেকে ছেড়ে দুপুর একটায় পটুয়াখালী শহরের বাসস্ট্যান্ডে পৌঁছেছে। এসব বাসে যারা প্রথম গন্তব্যে পৌঁছেছেন তাদের ছিলো আনন্দের বাঁধ ভাঙ্গা অনুভূতি। 

এদিকে পদ্মা সেতুতে প্রথম দিনে বাড়তি যাবাহনের চাপ থাকায় বাসগুলোকে এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তবে উৎসুক মানুষের ভিড় কমলে আগামী দিনগুলোতে সেতু পারাপারে আরও কম সময় লাগবে বলে মনে করেন বাস চালকরা। 

মহাসড়কে থেকে অবৈধ ধীরগতির যানবাহন চলাচল বন্ধ করতে না পারলে সড়ক দুর্ঘটনা বাড়বে বলে আশঙ্কা করেন সংশ্লিষ্টরা। কুয়াকাটা-পটুয়াখালী-ঢাকা মহাসড়কে বর্তমানে প্রতিদিন শতাধিক বাস চলাচল করে। পদ্মা সেতু চালু হওয়ায় নতুন নতুন বাস সংযুক্ত করছে বাস কোম্পানীগুলো।

Arif/sharif