ডেস্ক প্রতিবেদন: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছে সারাদেশ। বিশেষ করে আনন্দের জোয়ার বইছে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে। সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ শেষে শনিবার (২৫শে জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মাতেন আতশবাজি, কনসার্ট ও নাচ-গানে।
আতশবাজীর এই ঝলকানিই প্রমাণ দিচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে কতটা খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। আতশবাজি, ফানুস উড়ানো আর নাচ-গানের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন তারা।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমৃদ্ধি উৎসব উদযাপন করছেন ফরিদপুরের মানুষ। শনিবার সন্ধ্যায় শেখ জামাল স্টেডিয়ামে সংগীত পরিবেশন করে শিল্পীরা। চলে বর্ণিল আতশবাজির উৎসব। আনন্দ চিত্তে এসব উপভোগ করে সাধারণ মানুষ।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, দেশের এই অগ্রযাত্রাকে উপভোগ করতে রোববারও নানা উৎসবের আয়োজন করেছেন তারা।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পটুয়াখালী সেজেছে বর্ণিল সাজে। আয়োজন করা হয়েছে চার দিনের উৎসব। শনিবার সন্ধ্যায় শহরের ঝাউতলা এলাকায় ফানুস উড়ানো হয়। পরে সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় নির্মিত মঞ্চে নাচ গান পরিবেশন করেন স্থানীয় শিল্পিসহ রাখাইন শিল্পীরা।
জমকালো আয়োজন ছিলো বিভাগীয় শহর খুলনাতেও। জেলা স্টেডিয়ামে প্রদর্শন করা হয় বিশেষ লেজার শো। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’। এছাড়া বাউল ও স্থানীয় শিল্পীরা অংশ নেন অনুষ্ঠানে। নাচে-গানে উদযাপন করা হয় দেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর পথ চলাকে।
SAI/sat