নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ। আর সারাদেশের জিডিপি বাড়বে ১ দশমিক ২৩ শতাংশ।
পদ্মা সেতুর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পিছিয়ে পড়া ২১টি জেলা উপকৃত হবে। জেলাগুলো হচ্ছে- খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী।
দেশের দক্ষিণাঞ্চলে যত বেশি অর্থনৈতিক কর্মকান্ড বাড়বে, জিডিপিতে এর অবদান তত বেশি হবে। অর্থনীতিবিদরা বলছেন, পদ্মা সেতুর আরও সুফল পেতে দক্ষিণাঞ্চলে পোশাক ও পর্যটনসহ নানা খাতে বিনিয়োগ জরুরি । এতে দেশে কর্মসংস্থান বাড়তে থাকবে। সঙ্গে দারিদ্র্যের হারও কমতে থাকবে।
Nijhum/joy