নিজস্ব প্রতিবেদক: সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পাশে রেখেই পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়ার আগে দুর্নীতি চেষ্টার অভিযোগের প্রধান লক্ষ্যবস্তু ছিলেন আবুল হোসেন। তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে গ্রেফতারের দাবিতে অটল ছিল দাতা সংস্থাটি। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করলেও এই প্রকল্পে বিশ্বব্যাংককে রাখতে একপর্যায়ে মন্ত্রিত্বও ছাড়েন তিনি। তবু বিশ্বব্যাংক সরে যায় প্রকল্প থেকে।
আজ শনিবার (২৫শে জুন) সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ছিলেন। এসময় তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। আবুল হোসেন ছাড়াও এসময় সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। এ সেতু নির্মাণের পরিকল্পনা পর্যায়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সেই অপবাদ সহ্য করেছেন আমার পরিবারের সদস্য ছোট বোন শেখ রেহানা, তার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক, আমার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল, আমার অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ কয়েকজন সহকর্মী। তারা চরম মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলেন। আমি তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’
rocky/sat