পদ্মার দু'পাড়ে মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

প্রকাশিত: ২৫-০৬-২০২২ ১১:১৪

আপডেট: ২৫-০৬-২০২২ ১১:১৫

নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ঘিরে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠেছে পদ্মার দু'পাড়ের মানুষ। পদ্মা সেতু একনজর দেখতে এবং উদ্বোধন অনুষ্ঠান পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই যাত্রা স্মরণীয় করে রাখতে বর্ণিল নানা আয়োজন তাই পদ্মা পাড়ে। এই উৎসবে যোগ দিতে সকাল থেকে জাজিরা প্রান্তে পদ্মাপাড়ের কাঁঠালবাড়ি এলাকায় জড়ো হতে থাকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ। সড়ক পথের পাশাপাশি নদী পথেও সুসজ্জিত লঞ্চে চড়ে জনসভায় যোগ দিয়েছেন বিভিন্ন জেলার মানুষ। 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের ভাগ্য বদলের নতুন দ্বার খুলে দিয়েছে পদ্মা সেতু। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, তাই যেনো বাঁধভাঙ্গা উৎসব বিরাজ করছে পদ্মা পাড়ের এই জনপদে। আনন্দ উদযাপনে মাতোয়ারা এখানকার মানুষেরা। 

নিরাপত্তার কারণে জনসভা এলাকায় ভোররাত থেকে যানবাহন চলাচল বন্ধ। তাই দীর্ঘ পথ পায়ে হেটে এই উৎসবে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। 

 

rocky/sat