ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কুমিলার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী এবং সাইফ স্পোর্টিং ক্লাব। ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। সাইফের বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে চায় বন্দর নগরীর দলটি।
এদিকে, চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার প্রত্যয় সাইফ স্পোর্টিংয়েরও। আরেক ম্যাচে রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৪টায়।
NS/sharif