ক্রীড়া ডেস্ক: ১১৭ দিন পর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থান হারিয়েছে বাংলাদেশ। ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। সমান সংখ্যক ম্যাচ খেলে ১২০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ।
চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি ঘরের মাঠে আফগানিস্তানকে হারিয়ে ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে প্রথমবারের মত শীর্ষে উঠে আসে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে ১২০ পয়েন্ট অর্জন করে তামিম ইকবালের দল। তবে সদ্য শেষ হওয়া নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজে জয় নিয়ে আবার শীর্ষস্থান ফিরে পায় ইংল্যান্ড। তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান।
NS/sharif