আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার মেকং নদীতে পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় স্বাদু পানির মাছ। মাছটির নাম স্টিংরে। এর ওজন তিনশ’ কেজি। গত ১৩ই জুন রাতে কোহ প্রিয়াহ দ্বীপের স্থানীয় এক জেলের ফাঁদে ধরা পড়ে মাছটি। এটি ৩.৯৮ মিটার দীর্ঘ এবং ২.২ মিটার চওড়া।
এর আগের রেকর্ডটি ছিলো একটি মেকং জায়ান্ট ক্যাটফিশের। ২০০৫ সালে ২৯৩ কেজি ওজনের মাছটি থাইল্যান্ডে ধরা পড়ে।
স্থানীয় খেমার ভাষায় মাছটিকে ‘বোরামে’ বলা হয়। এর অর্থ জ্যোৎস্না। স্বাদুপানির বিশালাকার স্টিংরে এখন বিপন্ন প্রজাতি।
মার্কিন দাতব্য সংস্থা ইউএসএআইডি’র অর্থায়ন করা সংরক্ষণ প্রকল্প ওয়ান্ডার্স অব দ্য মেকং এর নেতা জেব হোগান বলেন, ‘ছয়টি মহাদেশের নদী ও হ্রদে বিশালাকার মাছ নিয়ে গবেষণার ২০ বছরে, এটিই সবচেয়ে বড় মিঠা পানির মাছ যা আমরা পেয়েছি বা যেটি বিশ্বব্যাপী কোথাও নথিভুক্ত করা হয়েছে’।
ড. হোগান বলেন, ‘স্টিংরেটি খুঁজে পাওয়া প্রমাণ করে বিশ্বের প্রকৃতি এখনও নতুন ও অসাধারণ কিছু আবিষ্কার করতে পারে, এবং অনেক বড় জলজ প্রাণী দুর্ভাগ্যজনকভাবে এখনও অবহেলিত রয়ে গেছে’।
rocky/habib