বিনোদন ডেস্ক: আগামী পহেলা জুলাই মুক্তি পাচ্ছে অভিনেতা রঙ্গনাথন মাধবনের সিনেমা ‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে তাকেই। অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণি অভিনেতা সুরিয়াকে।
মজার ব্যাপার হলো, শাহরুখ খান নিজে থেকেই এ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন মাধবনকে। আর ছবিতে কাজ করার জন্য নেননি কোনো পারিশ্রমিকও।
সিনেমাটি প্রসঙ্গে বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধবন জানিয়েছেন এ তথ্য।
তিনি বলেন, ‘সুরিয়া বা শাহরুখ সিনেমার জন্য কোনও টাকা নেননি। সুরিয়া তো নিজের টাকায় নিজের টিমের সদস্যদের নিয়ে মুম্বাই উড়ে এসেছে। আর শাহরুখ নিজে থেকেই ছবির সাথে যুক্ত হয়েছে।”
২০১৮ সালে শাহরুখের ‘জিরো’ সিনেমায় অতিথি চরিত্রে কাজ করেছিলেন মাধবন। আর তখনই এই সিনেমার গল্প শুনিয়েছিলেন শাহরুখকে। এরপরই শাহরুখ প্রস্তব দেন সিনেমাটিতে কাজ করার। এমনকি সিনেমার কাজ কতদূর এগিয়েছে তাও খোঁজ নিতেন নিয়মিত।
ছবিটির প্রযোজক ও গল্পকার আর মাধবনই। এটি হতে যাচ্ছে তার লেখা প্রথম ছবি।
rocky/habib