রংপুর সংবাদদাতা: বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১শে জুন) সকালে রংপুর নগরীর স্টেশন রোড জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তৃতীয় তলার অতিথি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, খবর পেয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে এসে অতিথি কক্ষের তিন তলার বাথরুমে ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এটি আত্মহত্যা না হত্যা তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। তার স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরির কারণে তিনি তার দফতরের পাশে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে বসবাস করতেন।
lamia/sharif