আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের পশ্চিম তীরের জেনিনে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটির সেনারা। আহত হয়েছেন আরও ১০ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।
আজ (শুক্রবার) সকালে ইসরাইলি সেনাবাহিনীর প্রায় ৩০টি গাড়িতে করে আসা সেনারা জেনিনে অভিযান চালিয়ে আল-মারাহ এলাকায় একটি গাড়িকে ঘিরে ফেলে। গাড়ির মধ্যে থাকা চারজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। তাদের তিনজনই নিহত হন, অপরজন গুরুতর আহত হয়।
সাম্প্রতিক সময়ে ইসরাইলের দখলকৃত জেনিন ক্যাম্পে অভিযানের মাত্রা বাড়িয়েছে দেশটির সেনারা। ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধ নিয়ন্ত্রণে নেওয়াই তাদের মূল লক্ষ্য। ওই এলাকায় ইসলামিক জিহাদ ও ফাতাহ মুভমেন্ট সক্রিয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরাইলি সেনাদের হাতে চলতি বছর ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার অধিকাংশই নিহত হয়েছে অভিযানে। অপরদিকে মার্চের পর থেকে ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছে ১৯ ইসরাইলি।
shamima/sharif