ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি

প্রকাশিত: ১৭-০৬-২০২২ ১৬:০১

আপডেট: ১৭-০৬-২০২২ ২১:০৮

ডেস্ক প্রতিবেদন: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়েছে। সিলেট ও উত্তরাঞ্চলের অনেক জায়গায় গতকাল টানা বৃষ্টি হচ্ছে। রংপুরে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সকালে বৃষ্টি হয় মুষলধারে। এতে বিভিন্ন সড়ক জলাবদ্ধ হয়ে পরে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টি হতে পারে।

টানা কয়েকদিনের প্রচন্ড গরমের পর শুক্রবার (১৭ই জুন) সকাল থেকেই আকাশ জুড়ে মেঘ ও গর্জন শেষে রাজধানীতে নামে মুষল ধারায় বৃষ্টি। সঙ্গে ছিল ঝড়ো বাতাস আর বজ্রপাত। এমন বৃষ্টি স্বস্তি এনে দেয় রাজধানীবাসীর মনে। প্রায় ঘন্টা দেড়েকের বৃষ্টিতে রাজধানীর বেশকিছু সড়কে পানি জমে যায়।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রংপুরে। শেরপুরের নকলা ও জামালপুরের সরিষাবাড়িতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে।  চট্টগ্রাম ও বৃহত্তর সিলেট অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। নাটোরে ঝড় বৃষ্টিতে ফসলের ক্ষতির আশংকা করছে কৃষকরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টি হচ্ছে। আগামী তিনদিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে দমকা বাতাসসহ বর্ষণ হতে পারে। এছাড়া, আগামী ৪৮ ঘণ্টা এই বর্ষণ অব্যাহত থাকতে পারে। 

Rakib/sharif