ইউক্রেনে আক্রমণের ব্যাখ্যা দিল রাশিয়া

প্রকাশিত: ১৭-০৬-২০২২ ১৫:৫০

আপডেট: ১৭-০৬-২০২২ ১৫:৫০

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বাধ্য হয়ে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনকে ন্যাটোতে টেনে নেওয়া একটি অপরাধমূলক কাজ। পশ্চিমাদের বোঝাতে তাই  ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান ছাড়া রাশিয়ার আর কোন উপায় ছিল না। 

এক প্রশ্নের জবাবে ইউক্রেনে নব্য নাৎসিবাদের উপস্থিতির রুশ দাবির পুনরাবৃত্তি করেন ল্যাভরভ। এসময় বিবিসির সাংবাদিক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি বলে জানান। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে কিছু আসে যায় না। প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসিরা নেই এটা প্রমাণ হয় না। 

তিনি বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু হিটলারেরও দেহেও ইহুদি রক্ত ছিল।’ বর্তমানে রাশিয়া-যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে জানতে চাইলে ল্যাভরভ বলেন, ‘আমি মনে করি না যে, এখানে আর কোন কৌশল অবলম্বনের সুযোগ আছে। কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস উভয় প্রকাশ্যে বলেছেন যে, ‘আমাদের রাশিয়াকে হারাতে হবে, আমাদের রাশিয়াকে তার হাঁটু গেঁড়ে বসতে বাধ্য করা উচিত।’ ঠিক আছে, তাহলে সেটাই করুন।’ 

গত মাসে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভ্লাদিমির পুতিন বিশ্বমঞ্চে নিজেকে অপমান করছেন এবং ‘আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তিনি ইউক্রেনে পরাজিত হয়েছেন।’ এখন যুক্তরাজ্যকে কীভাবে দেখেন? বিবিসির এমন প্রশ্নের উত্তরে ল্যাভরভ বলেন, যুক্তরাজ্য তার ‘রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য আরও একবার নিজের জনগণের স্বার্থকে বিসর্জন দিচ্ছে।’

NHK/sharif