টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে বন্ধ হয়ে যাচ্ছে অনেক পোল্ট্রি খামার। ঋণের দায়ে পালিয়ে বেড়াচ্ছে অনেক খামারি। মুরগীর বাচ্চা, খাদ্য ও ওষুধের চড়া মূল্য আর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় স্থবিরতা দেখা দিয়েছে এই শিল্পে। কর্মহীন হয়ে পড়ছে শ্রমিকরা। প্রাণীসম্পদ বিভাগ জানিয়েছে আধুনিক নীতিমালার জন্য কাজ করা হচ্ছে, এতে লাভবান হবে খামারিরা।
করোনার ধাক্কা সামাল দিতে টাঙ্গাইলে অনেকেই লোন করে পোল্ট্রি ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করে বিপাকে পড়েছেন। ঋণের চাপে অনেকেই আবার বাড়িছাড়া হয়েছে। মুরগীর বাচ্চা, খাবারসহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় টাঙ্গাইলের কয়েকশ’ পোল্ট্রি খামারি এখন লোকসানে।
যারা এখনো টিকে আছে তারাও বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে না। অনেক পোল্ট্রি খামারি এ ব্যবসা ছেড়ে অন্য পেশাতে চলে যাচ্ছেন।
প্রান্তিক খামারিদের দুর্দশা কমাতে এবং পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিক নীতিমালার জন্য কাজ করা হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।
rocky/ramen