মেট্রোরেল স্টেশনে কিছু পরিবর্তন চান দুই মেয়র

প্রকাশিত: ১৫-০৬-২০২২ ১৯:৫৫

আপডেট: ২২-১২-২০২২ ১১:৩৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের কাজ ৯২ শতাংশ শেষ হয়েছে। এই অংশ আগামী ডিসেম্বর মাসে চালু হবে। আর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। 

আজ (বুধবার) মেট্রোরেল নিয়ে আয়োজিত সভায় এসব তথ্য জানান প্রকল্প সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকার দুই সিটির মেয়র মেট্রোরেলের স্টেশন ওঠা-নামার জায়গা খুব সংকীর্ণ বলে অভিযোগ করেন। 

আগামী ডিসেম্বরে ঢাকার মানুষ মেট্রোরেলে চড়তে পারবেন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি চালু হবে এ সময়। এই অংশের কাজ ৯২ শতাংশ শেষ হয়ে গেছে। নির্মাণ করা হয়েছে ৯টি স্টেশন। মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথের মধ্যে প্রায় ১৪ কিলোমিটার রেললাইন বসানো হয়েছে। চলে এসেছে ১৪ সেট মেট্রোট্রেনও। 

ঢাকা এক সেমিনারে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেলের প্রথম অংশ চালু হবে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। যা ২০২৩ সালের ডিসেম্বরে চালু হবে। 

অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র ট্রেনে ওঠা নামার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় এর সুফল নিয়ে সন্দিহান। তারা বলেন, স্টেশন এলাকাগুলো উল্টো সংকটের কারণ হতে পারে। 

শুধু মেট্রোরেল নয়, ঢাকার যানজট কমাতে গণপরিবহন ব্যবস্থাকেও ঢেলে সাজানোর কথা বলেন তারা। 

চলতি বর্ষা মৌসুমেই জলাবদ্ধতা অনেকাংশ কমে আসবে বলে জানান দুই সিটি মেয়র। 

 

rocky/prabir