ডুমুরিয়ায় সড়কে প্রাণ গেল ২ জনের

প্রকাশিত: ০১-০৬-২০২২ ১০:০৩

আপডেট: ০১-০৬-২০২২ ১০:০৮

খুলনা সংবাদদাতা: খুলনার ডুমুরিয়া উপজেলা বাস, মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০জন। আজ বুধবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খুলনা থেকে ছেড়ে আসা বাসের সাথে ঐ এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় মোটরসাইলের একজন ও ভ্যানের এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

MBK/sharif