চট্টগ্রাম প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী বলেছেন, যতদিন দ্রব্যমূল্য আরো স্থিতিশীল না হয়, ততদিন এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্য দ্রব্য দেয়া হবে। তিনি বলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব ফেলেছে।
মঙ্গলবার (৩১শে মে) বিকেলে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশে তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন পাশের সব রাষ্ট্র থেকে বাংলাদেশে দেশে তেলের দাম অনেক কম। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে দেশের মাথাপিছু আয় সাড়ে বারো হাজার ডলারে উন্নীত হবে পাশাপাশি বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে এবং সাতটি সূচকে ভারতকে পেছনে ফেলেছে।
এসময় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
AR/prabir